যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’। মঙ্গলবার দুপুরে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করে খবরটি জানিয়েছে।

আগামী ১৯ এপ্রিল ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ একযোগে মার্কিন মুলুক ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে অফিসিয়াল রিলিজ করা হচ্ছে।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল ছবিটি। স্বপ্ন স্কেয়ারক্রো কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও ‘রাজকুমার’কে প্রবাসী দর্শকরা আরও ভালোবাসা দিতে পারে।

শাকিব খান নিজেও হল লিস্ট প্রকাশ করে ‘রাজকুমার’ দেখার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’, ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে।

সদ্য ঈদুল ফিতরে দেশের ১২৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। প্রথমদিন থেকে সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে ছবিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হচ্ছে ১৫ থেকে ৭৫ সব বয়সী দর্শক।

‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

প্রযোজক আরশাদ আদনান জানান, যুক্তরাষ্ট্র ও কানাডা দিয়ে ‘রাজকুমার’র বিশ্ব ভ্রমণ শুরু। একে একে বিশ্বের ৪০টি দেশে মুক্তি দেয়া হবে ‘রাজকুমার’।